Credits
PERFORMING ARTISTS
Kona
Performer
COMPOSITION & LYRICS
Fokir Lalon Shai
Songwriter
Lyrics
এমন মানব জীবন আর কি হবে
মন যা কর তরায় কর এই ভবে
এই ভবে, এই ভবে, এই ভবে
এমন মানব জীবন আর কি হবে
মন যা কর তরায় কর এই ভবে
এমন মানব জীবন আর কি হবে
মন যা কর তরায় কর এই ভবে
অনন্ত রুপ সৃষ্টি করলেন সাঁই
শুনি মানবের উত্তম কিছুই নাই
অনন্ত রুপ সৃষ্টি করলেন সাঁই
শুনি মানবের উত্তম কিছুই নাই
দেব দেবতাগণ করে অরাধন জন্ম নিতে মানবে
মন যা কর তরায় কর এই ভবে
এমন মানব জীবন আর কি হবে
মন যা কর তরায় কর এই ভবে
কত ভাগ্যের ফলে না জানি
মন রে পেয়েছ এই মানব তরনি
কত ভাগ্যের ফলে না জানি
মন রে পেয়েছ এই মানব তরনি
বেয়ে যাও তরার তরি
সুধারায় যেন ভরা না ডোবে
মন যা কর তরায় কর এই ভবে
এমন মানব জীবন আর কি হবে
মন যা কর তরায় কর এই ভবে
এই মানুষে হবে মাধুর্য ভজন
তাইতে মানুষরূপ গঠল নিরঞ্জন
এই মানুষে হবে মাধুর্য ভজন
তাইতে মানুষরূপ গঠল নিরঞ্জন
এবার ঠকলেও না দেখি কিনার
অধীন লালন তাই ভাবে
এবার ঠকলেও না দেখি কিনার
অধীন লালন তাই ভাবে
মন যা কর তরায় কর এই ভবে
এমন মানব জীবন আর কি হবে
মন যা কর তরায় কর এই ভবে
এমন মানব জীবন আর কি হবে
মন যা কর তরায় কর এই ভবে
Written by: Fokir Lalon Shai

