Lyrics

একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার তোমার স্বাধীনতা গৌরব ও সৌরভে এনেছে আমার প্রাণের সূর্যে রৌদ্রেরও সজীবতা তোমার স্বাধীনতা গৌরব ও সৌরভে এনেছে আমার প্রাণের সূর্যে রৌদ্রেরও সজীবতা দিয়েছে সোনালী সুখী জীবনের দ্বীপ্ত অঙ্গীকার সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার তোমার ছায়া ঢাকা রৌদ্দুরে প্রান্তরে দেখেছি অতল অমর বর্ণে মুক্তির স্নেহ মাখা তোমার ছায়া ঢাকা রৌদ্দুরে প্রান্তরে দেখেছি অতল অমর বর্ণে মুক্তির স্নেহ মাখা জেনেছি তুমি জীবন মরণে বিমুগ্ধ চেতনার সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার
Writer(s): Traditional, George Wilson Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out