Music Video

Featured In

Credits

PERFORMING ARTISTS
Arijit Singh
Arijit Singh
Performer
Jeet Gannguli
Jeet Gannguli
Actor
Subhosree Ganguly
Subhosree Ganguly
Actor
Supriyo Dutta
Supriyo Dutta
Actor
COMPOSITION & LYRICS
Jeet Gannguli
Jeet Gannguli
Composer
Prosen
Prosen
Lyrics

Lyrics

মনে মেঘ জমতে থাকে পড়ে যাই দুর্বিপাকে মনে মেঘ জমতে থাকে পড়ে যাই দুর্বিপাকে চিন্তা তে তোর কাটছে প্রহর শান্তি নেই এ যন্ত্রণার মন মাঝিরে, বল না কোথায়? মন মাঝিরে আয় ফিরে আয়, আয় ফিরে আয় আয় ফিরে আয়, আয় ফিরে আয় একা রাত, বাঁকা চাঁদ লাগেনা ভালো রে আর নেই রোদ, নেই রং, জানি নেই কিচ্ছুই করার একা রাত, বাঁকা চাঁদ লাগেনা ভালো রে আর নেই রোদ, নেই রং, জানি নেই কিচ্ছুই করার পড়ছে মনে মুখের আদোল ভাঙে বুক, ভাঙছে পাহাড় মন মাঝিরে, বল না কোথায়? মন মাঝিরে আয় ফিরে আয়, আয় ফিরে আয় আয় ফিরে আয়, আয় ফিরে আয় নিজেকেই মনে হয় বলে দিই, এ সব-ই ভুল ঝরে যাক, পড়ে যাক আদরে ফোটানো ফুল নিজেকেই মনে হয় বলে দিই, এ সব-ই ভুল ঝরে যাক, পড়ে যাক আদরে ফোটানো ফুল চিন্তা তে তোর কাটছে প্রহর শান্তি নেই এ যন্ত্রণার মন মাঝিরে, বল না কোথায়? মন মাঝিরে আয় ফিরে আয়, আয় ফিরে আয় আয় ফিরে আয়, আয় ফিরে আয় আয় ফিরে আয়, আয় ফিরে আয় আয় ফিরে আয়, আয় ফিরে আয়
Writer(s): Jeet Ganguly, Prosen Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out