Music Video

Protidan Chayna
Watch {trackName} music video by {artistName}

Featured In

Credits

PERFORMING ARTISTS
Ayub Bacchu
Ayub Bacchu
Performer
COMPOSITION & LYRICS
Prince Mahmood
Prince Mahmood
Songwriter

Lyrics

প্রতিদান চায় না এমনও কিছু কিছু প্রেম হয় প্রতিদান চায় না এমনও কিছু কিছু প্রেম হয় কিছু প্রেম দূরে সরিয়ে দেয় দূর থেকে শুধু ভালবেসে যায় প্রতিদান চায় না এমনও কিছু কিছু প্রেম হয় তোমার যোগ্য নই এ কথা ভেবে দূরে থেকেছি হাজার কষ্ট সয়ে ভাগ্যকে হাসি মুখে মেনেছি তোমার যোগ্য নই এ কথা ভেবে দূরে থেকেছি হাজার কষ্ট সয়ে ভাগ্যকে হাসি মুখে মেনেছি সুখের পৃথিবী হোক তোমার সারাটি জীবনময় প্রতিদান চায় না এমনও কিছু কিছু প্রেম হয় প্রতিদান চায় না এমনও কিছু কিছু প্রেম হয় কিছু প্রেম দূরে সরিয়ে দেয় দূর থেকে শুধু ভালবেসে যায় বন্ধু জেনো গো তুমি দূর থেকে ভালবেসে যাবো তোমার সুখে সুখ আজ থেকে যেন তাই ভাববো বন্ধু জেনো গো তুমি দূর থেকে ভালবেসে যাবো তোমার সুখে সুখ আজ থেকে যেন তাই ভাববো সুখের মৃত্যু যেন এরপর আমাকে ছুয়ে যায় প্রতিদান চায় না এমনোও কিছু কিছু প্রেম হয় প্রতিদান চায় না এমনোও কিছু কিছু প্রেম হয় কিছু প্রেম দূরে সরিয়ে দেয় দূর থেকে ও শুধু ভালবেসে যায় প্রতিদান চায় না এমনও কিছু কিছু প্রেম হয়
Writer(s): Ayub Bachchu, Prince Mahmud Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out