Credits
Lyrics
নেমেছে বৃষ্টি
(নেমেছে বৃষ্টি দেখো ঠোনে চৌকাঠে
আয় চলে আয় ভিজবো একসাথে)2
তোকে পেলে হেসে খেলে দিন যে ভালো কাটে রে।
(নেমেছে বৃষ্টি দেখো ঠোনে চৌকাঠে
আয় চলে আয় ভিজবো একসাথে)2
তোকে পেলে হেসে খেলে দিন যে ভালো কাটে রে।
নেমেছে ... ... ...
(মেঘে ভরা আকাশ বন্দি ছিলও বলে, ঝরে পরে সে তার পুরোনো কৌশলে) 2
এ বর্ষায় তোর আসায় মন যে চায় সব তোর হাতে
নেমেছে
(নেমেছে বৃষ্টি দেখো ঠোনে চৌকাঠে
আয় চলে আয় ভিজবো একসাথে)
নেমেছে ...
(কাছে এখন আছে আয় ভিজি উৎসবে।
আজো যদি না হয় কবে ভেজা হবে।)২
এ বর্ষায় তোর আসায় মন যে চায় সব তোর হাতে
নেমেছে
(নেমেছে বৃষ্টি দেখো ঠোনে চৌকাঠে
আয় চলে আয় ভিজবো একসাথে)
তোকে পেলে হেসে খেলে দিন যে ভালো কাটে রে।
নেমেছে .

