Credits

Lyrics

আগে চল, আগে চল ভাই, আগে চল
পড়ে থাকা পিছে, মরে থাকা মিছে
বেঁচে মরে কিবা ফল ভাই
আগে চল, আগে চল ভাই, আগে চল
প্রতি নিমেষেই যেতেছে সময়
দিন ক্ষণ চেয়ে থাকা কিছু নয়
প্রতি নিমেষেই যেতেছে সময়
দিন ক্ষণ চেয়ে থাকা কিছু নয়
"সময় সময়" করে পাঁজি পুঁথি ধরে
সময় কোথা পাবি বল ভাই
আগে চল, আগে চল ভাই, আগে চল
পিছায়ে যে আছে তারে ডেকে নাও
নিয়ে যাও সাথে করে
কেহ নাহি আসে, একা চলে যাও
মহত্ত্বের পথ ধরে
পিছায়ে যে আছে তারে ডেকে নাও
নিয়ে যাও সাথে করে
কেহ নাহি আসে, একা চলে যাও
মহত্ত্বের পথ ধরে
পিছু হতে ডাকে মায়ার কাঁদন
ছিঁড়ে চলে যাও মোহের বাঁধন
পিছু হতে ডাকে মায়ার কাঁদন
ছিঁড়ে চলে যাও মোহের বাঁধন
সাধিতে হইবে প্রাণের সাধন
মিছে নয়নের জল ভাই
আগে চল, আগে চল ভাই, আগে চল
চিরদিন আছি ভিখারির বেশে
জগতের পথপাশে
যারা চলে যায় কৃপাচোখে চায়
পদধুলা উড়ে আসে
চিরদিন আছি ভিখারির বেশে
জগতের পথপাশে
যারা চলে যায় কৃপাচোখে চায়
পদধুলা উড়ে আসে
ধুলিশয্যা ছেড়ে ওঠো ওঠো সবে
মানবের সাথে যোগ দিতে হবে
ধুলিশয্যা ছেড়ে ওঠো ওঠো সবে
মানবের সাথে যোগ দিতে হবে
তা যদি না পারো চেয়ে দেখো তবে
ওই আছে রসাতল ভাই
আগে চল, আগে চল ভাই, আগে চল
instagramSharePathic_arrow_out

Loading...