Credits
Lyrics
সে আসে ধীরে, যায় লাজে ফিরে
সে আসে ধীরে, যায় লাজে ফিরে
রিনিকি রিনিক রিনিঝিনি মঞ্জু মঞ্জু মঞ্জরী
রিনিঝিনি-ঝিন্নীরে
সে আসে ধীরে, যায় লাজে ফিরে
সে আসে ধীরে
বিকচ নীপকুঞ্জে নিবিড়তিমিরপুঞ্জে
বিকচ নীপকুঞ্জে নিবিড়তিমিরপুঞ্জে
কুন্তলফুলগন্ধ আসে অন্তরমন্দিরে
কুন্তলফুলগন্ধ আসে অন্তরমন্দিরে
উন্মদ সমীরে
সে আসে ধীরে, যায় লাজে ফিরে
সে আসে ধীরে
শঙ্কিত চিত কম্পিত অতি, অঞ্চল উড়ে চঞ্চল
শঙ্কিত চিত কম্পিত অতি, অঞ্চল উড়ে চঞ্চল
পুষ্পিত তৃণবীথি, ঝঙ্কৃত বনগীতি
পুষ্পিত তৃণবীথি, ঝঙ্কৃত বনগীতি
কোমলপদপল্লবতবচুম্বিত ধরণীরে
কোমলপদপল্লবতবচুম্বিত ধরণীরে
নিকুঞ্জকুটীরে
সে আসে ধীরে, যায় লাজে ফিরে
সে আসে ধীরে
রিনিকি রিনিক রিনিঝিনি মঞ্জু মঞ্জু মঞ্জরী
রিনিঝিনি-ঝিন্নীরে
সে আসে ধীরে, যায় লাজে ফিরে
সে আসে ধীরে

