Credits

Lyrics

আমার এই রিক্ত ডালি
দিব তোমারি পায়ে
আমার এই রিক্ত ডালি
দিব কাঙালিনীর আঁচল
দিব কাঙালিনীর আঁচল
তোমার পথে পথে পথে বিছায়ে
আমার এই রিক্ত ডালি
যে পুষ্পে গাঁথ পুষ্পধনু
তারি ফুলে ফুলে হে অতনু
তারি ফুলে...
আমার পূজা-নিবেদনের দৈন্য
আমার পূজা-নিবেদনের দৈন্য
দিয়ো দিয়ো দিয়ো ঘুচায়ে
আমার এই রিক্ত ডালি
তোমার রণজয়ের অভিযানে
তোমার রণজয়ের অভিযানে
তুমি আমায় নিয়ো
ফুলবাণের টিকা আমার ভালে
এঁকে দিয়ো দিয়ো
রণজয়ের অভিযানে
আমার শূন্যতা দাও যদি
সুধায় ভরি
দিব তোমার জয়ধ্বনি
ঘোষণ করি
জয়ধ্বনি
ফাল্গুনের আহ্বান জাগাও
ফাল্গুনের আহ্বান জাগাও
আমার কায়ে
দক্ষিণবায়ে
আমার এই রিক্ত ডালি
দিব তোমারি পায়ে
আমার এই রিক্ত ডালি
দিব কাঙালিনীর আঁচল
দিব কাঙালিনীর আঁচল
তোমার পথে পথে পথে বিছায়ে
আমার এই রিক্ত ডালি
instagramSharePathic_arrow_out

Loading...