Credits

Lyrics

বেসুর বাজে রে
বেসুর বাজে রে
আর কোথা নয়, কেবল তোরই
আপন-মাঝে রে
বেসুর বাজে রে
মেলে না সুর এই প্রভাতে
আনন্দিত আলোর সাথে
মেলে না সুর এই প্রভাতে
আনন্দিত আলোর সাথে
সবারে সে আড়াল করে
মরি লাজে রে
বেসুর বাজে রে
থামা রে ঝঙ্কার
ওরে থামা রে ঝঙ্কার
নীরব হয়ে দেখ রে চেয়ে
দেখ রে চারি ধার
তোরই হৃদয় ফুটে আছে
মধুর হয়ে ফুলের গাছে
তোরই হৃদয় ফুটে আছে
মধুর হয়ে ফুলের গাছে
নদীর ধারা ছুটেছে ওই
তোরই কাজে রে
বেসুর বাজে রে
আর কোথা নয়, কেবল তোরই
আপন-মাঝে রে
বেসুর বাজে রে
বেসুর বাজে রে
instagramSharePathic_arrow_out

Loading...