Credits

Lyrics

তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি
তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি
তোমার সেবার মহান দুঃখ সহিবারে দাও ভকতি
তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি
আমি তাই চাই ভরিয়া পরান, দুঃখের সাথে দুঃখের ত্রাণ
আমি তাই চাই ভরিয়া পরান, দুঃখের সাথে দুঃখের ত্রাণ
তোমার হাতের বেদনার দান এড়ায়ে চাহি না মুকতি
দুখ হবে মম মাথার ভূষণ সাথে যদি দাও ভকতি
দুখ হবে মম মাথার ভূষণ সাথে যদি দাও ভকতি
তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি
যত দিতে চাও কাজ দিয়ো যদি তোমারে না দাও ভুলিতে
অন্তর যদি জড়াতে না দাও জালজঞ্জালগুলিতে
বাঁধিয়ো আমায় যত খুশি ডোরে মুক্ত রাখিয়ো তোমা-পানে মোরে
বাঁধিয়ো আমায় যত খুশি ডোরে মুক্ত রাখিয়ো তোমা-পানে মোরে
ধুলায় রাখিয়ো পবিত্র করে তোমার চরণধূলিতে
ভুলায়ে রাখিয়ো সংসারতলে, তোমারে দিয়ো না ভুলিতে
ভুলায়ে রাখিয়ো সংসারতলে, তোমারে দিয়ো না ভুলিতে
তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি
যে পথে ঘুরিতে দিয়েছ ঘুরিব, যাই যেন তব চরণে
সব শ্রম যেন বহি লয় মোরে সকলশ্রান্তিহরণে
দুর্গম পথ এ ভবগহন, কত ত্যাগ শোক বিরহদহন
দুর্গম পথ এ ভবগহন, কত ত্যাগ শোক বিরহদহন
জীবনে মৃত্যু করিয়া বহন প্রাণ পাই যেন মরণে
সন্ধ্যাবেলায় লভি গো কুলায় নিখিলশরণ চরণে
সন্ধ্যাবেলায় লভি গো কুলায় নিখিলশরণ চরণে
তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি
তোমার সেবার মহান দুঃখ সহিবারে দাও ভকতি
তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি
instagramSharePathic_arrow_out

Loading...