Credits

Lyrics

এ দিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার?
আজি প্রাতে সূর্য ওঠা সফল হল কার?
এ দিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার?
আজি প্রাতে সূর্য ওঠা সফল হল কার?
কাহার অভিষেকের তরে সোনার ঘটে আলোক ভরে
কাহার অভিষেকের তরে সোনার ঘটে আলোক ভরে
উষা কাহার, উষা কাহার আশিস বহি হল আঁধার পার
আজি প্রাতে সূর্য ওঠা সফল হল কার?
এ দিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার?
আজি প্রাতে সূর্য ওঠা সফল হল কার?
এ দিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার?
আজি প্রাতে সূর্য ওঠা সফল হল কার?
বনে বনে ফুল ফুটেছে, দোলে নবীন পাতা
কার হৃদয়ের মাঝে হল তাদের মালা গাঁথা
বনে বনে ফুল ফুটেছে, দোলে নবীন পাতা
কার হৃদয়ের মাঝে হল তাদের মালা গাঁথা
বহু যুগের উপহারে বরণ করি নিল কারে
বহু যুগের উপহারে বরণ করি নিল কারে
কার জীবনে, কার জীবনে প্রভাত আজি ঘুচায় অন্ধকার
আজি প্রাতে সূর্য ওঠা সফল হল কার?
এ দিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার?
আজি প্রাতে সূর্য ওঠা সফল হল কার?
এ দিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার?
আজি প্রাতে সূর্য ওঠা সফল হল কার?
Written by: Rabindranath Tagore
instagramSharePathic_arrow_out

Loading...