Credits
PERFORMING ARTISTS
Shyamal Mitra
Lead Vocals
Manabendra Mukherjee
Performer
COMPOSITION & LYRICS
Shyamal Mitra
Composer
Gauri Prasanna Mazumder
Songwriter
Lyrics
দোলে দোদুল দোলে ঝুলনা
দোলে দোদুল দোলে ঝুলনা
দোলে কৃষ্ণ, দোলে ঝুলনা
দোলে রাই, দোলে ঝুলনা
দোলে দোদুল, নাই তুলনা, তুলনা
দোলে দোদুল দোলে ঝুলনা
দোলে দোদুল দোলে ঝুলনা
রাধার অধরে জাগে হাসি
রাধার অধরে জাগে হাসি
কহিছে ডেকে শ্যামেরই বাঁশি
কহিছে ডেকে শ্যামের বাঁশি
এ লগন, রাই, ভুলো না
দোলে দোদুল দোলে ঝুলনা
দোলে দোদুল দোলে ঝুলনা
দোলে শিখী-পাখা, দোলে শুক-সারি
দোলে শিখী-পাখা, দোলে শুক-সারি
ময়ূরী দোলে প্রেম অভিসারী
ময়ূরী দোলে প্রেম অভিসারী
এ রাতের নাই তুলনা
ও, এ লগন, রাই, ভুলো না
দোলে দোদুল দোলে ঝুলনা
দোলে দোদুল দোলে ঝুলনা
মাধব কহিছে, "ওগো রাধা"
মাধব কহিছে, "ওগো রাধা
তুমি-আমি একই সুরে বাঁধা
ওগো, তুমি-আমি একই সুরে বাঁধা
এ বাঁধন কভু খুলো না"
দোলে দোদুল দোলে ঝুলনা
দোলে দোদুল দোলে ঝুলনা
দোলে কৃষ্ণ, দোলে ঝুলনা
দোলে রাই, দোলে ঝুলনা
দোলে দোদুল, নাই তুলনা, তুলনা
দোলে দোদুল দোলে ঝুলনা
দোলে দোদুল দোলে ঝুলনা
Written by: Gauri Prasanna Mazumder, Shyamal Mitra

