Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Kabir Suman
Lead Vocals
COMPOSITION & LYRICS
Kabir Suman
Songwriter
PRODUCTION & ENGINEERING
Cozmik Harmony
Producer
Lyrics
এ বাদী বারণ, ও বাদী কারণ
সরকারি খুন আইনসিদ্ধ
যৌথ বাহিনী, রাষ্ট্র কাহিনী
রাষ্ট্র মানেই অভাববিদ্ধ
এ বাদী বারণ, ও বাদী কারণ
সরকারি খুন আইনসিদ্ধ
যৌথ বাহিনী, রাষ্ট্র কাহিনী
রাষ্ট্র মানেই অভাববিদ্ধ
মাও যদি নাও, হবে গ্রেপ্তার
Made in China বাজারে চলছে
CPI মাও নিষিদ্ধ তবু
এ দেশ ও দেশ বন্ধ বলছে
চাকমা ছেলেটা বলেছিল, মাও
পড়েছেন মার্ক্স বহু ব্যাখ্যার
তার কাছে মার্ক্স মানে একটাই
বিদ্রোহে আছে ধ্রুব অধিকার
কতটুকু আর পড়তে পেরেছি
চাকমা ছেলেটা ঢাকায় থাকে
কী করে জানবে ছেলেটা আমার
সুমনের গান গাইছে তাকে
চাকমা ছেলেটা বলেছিল, মাও
পড়েছেন মার্ক্স বহু ব্যাখ্যার
তার কাছে মার্ক্স মানে একটাই
বিদ্রোহে আছে ধ্রুব অধিকার
বিদ্রোহ করো, ছেলেরা আমার
মেয়েরা আমার বিদ্রোহিনী
নিশানের রঙ যা ইচ্ছে হোক
ভাবনায় হও স্রোতস্বিনী
বিদ্রোহ করো, ছেলেরা আমার
মেয়েরা আমার বিদ্রোহিনী
নিশানের রঙ যা ইচ্ছে হোক
ভাবনায় হও স্রোতস্বিনী
স্রোতের মতোই বয়ে চলে গান
থামে না কোথাও এই জীবনে
তুমিও থেমো না, প্রেমিকা আমার
গাই বিদ্রোহ মহুয়া বনে
স্রোতের মতোই বয়ে চলে গান
থামে না কোথাও এই জীবনে
তুমিও থেমো না, প্রেমিকা আমার
গাই বিদ্রোহ মহুয়া বনে
Written by: Kabir Suman


