Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Blood
Blood
Performer
COMPOSITION & LYRICS
Blood
Blood
Composer

Lyrics

সেই শূণ্য থেকে স্থবিরতার পথে
বাজলো মাদল উঠলো ছন্নছাড়া
শূণ্য থেকে স্থবিরতার পথে
বাজলো মাদল উঠলো ছন্নছাড়া
সব পরিযায়ী পাখা দেবে মেলে
যখন গান শোনাবে কোন সর্বহারা
শেষ মৃত্যু কত পূণ্যের বলে পাওয়া
শত ভৃত্যের মাঝে সত্যের গান গাওয়ার মত
আজকের পথে কাঁটাই শুধু কাঁটা
বাঁচবো আর হাঁটবো বলে নিজেই হয়েছি একা
তাই আজও জেগে আছি
মরে গিয়ে ফের বাঁচি
রাত্রি আমার বিষণ্ণতার অন্ধকার কে ঢেকে দেবে বলে
আজও আমি দিশেহারা
বিদ্রোহী দাও সাড়া
সবাই বলে আমি নাকি সেই সর্বহারা, সর্বহারা
সবাই বলে আমি নাকি সেই সর্বহারা, সর্বহারা
কত লক্ষ লক্ষ অবক্ষয়ের স্রোতে
হারায়নি দিক চেতনার তীব্রতা
সব পদ্য-গদ্য পদলালিপ্ত ভুলে
আমি বারুদের রঙে লিখেছি জীবন গাঁথা
শেষ যুদ্ধ কত শান্তির পরে পাওয়া
শত বন্দির কাছে মুক্তির পথ খোঁজার মত
চির অশ্রু পিপাসু চাতকের মৃতদেহে
আমি দেখেছি প্লাবন দেখেছি অগ্নিশিখা
তাই আজও জেগে আছি
মরে গিয়ে ফের বাঁচি
রাত্রি আমার বিষণ্ণতার অন্ধকার কে ঢাকবে বলে
আজও আমি দিশেহারা
বিদ্রোহী দাও সাড়া
সবাই বলে আমি নাকি সেই সর্বহারা, সর্বহারা
সবাই বলে আমি নাকি সেই সর্বহারা, সর্বহারা
সবাই বলে আমি সেই সর্বহারা, সর্বহারা
মহাবিদ্রোহী রণক্লান্ত
আমি সেই দিন হব শান্ত
যবে উৎপীড়িতের ক্রন্দন-রোল
আকাশে বাতাসে ধ্বনিবে না
আমি শ্রাবণ প্লাবন বন্যা
কভু ধরণীরে করি বরণীয়া
কভু বিপুল ধ্বংস ধন্যা
আমি ছিনিয়া আনিব বিষ্ণুবক্ষ হইতে যুগল-কণ্যা
আমি অন্যায়, আমি উল্কা, আমি শনি
আমি ধূমকেতু জ্বালা বিষধর কালফণী
আমি ছিন্নমস্তা চন্ডী, আমি রণদা সর্বনাশী
আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি
আমি মৃন্ময়, আমি চিন্ময়, আমি অজর-অবর-অক্ষয়
আমি অব্যয়, আমি মানব-দানব-দেবতার ভয়
বিশ্বে আমি চির-দূর্জয়
তাই আজও জেগে আছি
মরে গিয়ে ফের বাঁচি
রাত্রি আমার বিষণ্ণতার অন্ধকার কে ঢাকবে বলে
আজও আমি দিশেহারা
বিদ্রোহী দাও সাড়া
সবাই বলে আমি নাকি সেই সর্বহারা, সর্বহারা
সবাই বলে আমি নাকি সেই সর্বহারা, সর্বহারা
সবাই বলে আমি সেই সর্বহারা
সর্ব
হারা
সর্বহারা
Written by: Blood
instagramSharePathic_arrow_out

Loading...