Credits

PERFORMING ARTISTS
Sabina Yasmin
Sabina Yasmin
Performer
COMPOSITION & LYRICS
Nur Hossin Redoy
Nur Hossin Redoy
Songwriter

Lyrics

আঁচলে বান্ধিয়া রাখিবো গো তোমারে
আঁচলে বান্ধিয়া রাখিবো
চোখের কাজল করিবো গো তোমারে
চোখের কাজল করিবো
তোমার মাঝে আমি স্বর্গ দেখি
ভালোবাসায় বাঁধি বুক
তোমার সুখই যে আমার সুখ
তোমার সুখই যে আমার সুখ
আঁচলে বান্ধিয়া রাখিবো গো তোমারে
আঁচলে বান্ধিয়া রাখিবো
চোখের কাজল করিবো গো তোমারে
চোখের কাজল করিবো
দু'টি দেহ যদি একটি করে
বিধাতা প্রাণ দিতো
তোমারই মুখ ছাড়া অন্য কিছু
চোখ যদি না দেখিতো
দু'টি দেহ যদি একটি করে
বিধাতা প্রাণ দিতো
তোমারই মুখ ছাড়া অন্য কিছু
চোখ যদি না দেখিতো
স্বপ্ন তোমার মাঝে গো
স্বর্গ তোমার মাঝে
তুমি ছাড়া পরান আমার একদিনও না বাঁচে
তোমায় নিয়ে বাঁচবো আমি, যতই ঝড় আসুক
তোমার সুখই যে আমার সুখ
তোমার সুখই যে আমার সুখ
এই পৃথিবী ছেড়ে কখনও যদি
তোমার আগে চলে যাই
মৃত্যুর পরে তখনও কি গো
তোমারই বুকে দেবে ঠাঁই
এই পৃথিবী ছেড়ে কখনও যদি
তোমার আগে চলে যাই
মৃত্যুর পরে তখনও কি গো
তোমারই বুকে দেবে ঠাঁই
জন্ম তোমার জন্য গো
জন্ম তোমার জন্য
তুমি ছাড়া হাজার জনম হবে না তো পূর্ণ
মরবো তোমায় ভালোবেসে, পৃথিবী জানুক
তোমার সুখই যে আমার সুখ
তোমার সুখই যে আমার সুখ
আঁচলে বান্ধিয়া রাখিবো গো তোমারে
আঁচলে বান্ধিয়া রাখিবো
চোখের কাজল করিবো গো তোমারে
চোখের কাজল করিবো
তোমার মাঝে আমি স্বর্গ দেখি
ভালোবাসায় বাঁধি বুক
তোমার সুখই যে আমার সুখ
তোমার সুখই যে আমার সুখ
Written by: Nur Hossin Redoy, Protune Records
instagramSharePathic_arrow_out

Loading...