Credits
PERFORMING ARTISTS
Arafat Mohsin
Performer
COMPOSITION & LYRICS
Arafat Mohsin
Songwriter
Lyrics
হঠাৎ করি একটা গান গাতি মনে কচ্ছে
গোলাপীর কথা মনে পড়ি গেল
হঠাৎ করি শরিফুদ্দিন ভাইর কথাও মনে পড়ি গেল
এর জন্য হের গান একটা শুরু করি দিলাম
যদি গানের ভিতর কোন ভুল হয়ে যায়
তা আমাক কিন্তু মাফ করি দেবেন কয়ে দিচ্ছি
মনে কিছু রাখবেন না কিন্তু
মন তো কয় শুরু করতি, আবার ভয় ভয়ও করে
দেহা যাক কি হয়, কি হয় দেহি
করি দিলাম শুরু
ও বন্ধু লাল গুলাবী, ও বন্ধু লাল গুলাবী, কই রইলা রে
এসো, এসো বুকে রাখবো তোরে
এসো, এসো বুকে রাখবো তোরে
ও বন্ধু লাল গুলাবী, ও বন্ধু লাল গুলাবী, কই রইলা রে
এসো, এসো বুকে রাখবো তোরে
এসো, এসো বুকে রাখবো তোরে
(তুমি বন্ধু হইলে আমার)
তুমি বন্ধু হইলে আমার নাইতো কিছু বাকি চাওয়ার
তুমি আমি দু'জন মিলা সাজাইবো সুখের সংসার
আরে সাজাইবো সুখের সংসার
তোমারে পাইলে সখী
তোমারে পাইলে সখী হইবো রে
এসো, এসো বুকে রাখবো তোরে
এসো, এসো বুকে রাখবো তোরে
(ফুল শয্যা সাজাইবো)
ফুল শয্যা সাজাইবো, প্রেম দশা খেলাইবো
আমার মনের যত গোপন আশা সবই মিটাইবো
আরে আশা সবই মিটাইবো
রাখিবো তোরে আমার
রাখিবো তোরে আমার আদরে
এসো, এসো বুকে রাখবো তোরে
এসো, এসো বুকে রাখবো তোরে, আবার
ও বন্ধু লাল গুলাবী, আবার
ও বন্ধু লাল গুলাবী, কই রইলা রে
এসো, এসো বুকে রাখবো তোরে
(ও বন্ধু লাল গুলাবী, কই রইলা রে, এসো এসো)
Written by: Arafat Mohsin