Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
S.D. Burman
Performer
COMPOSITION & LYRICS
S.D. Burman
Composer
Mohini Chowdhury
Lyrics
Lyrics
পিয়া-সনে মিলন পিয়াস
পিয়া-সনে মিলন পিয়াস
পিয়া-সনে
সজনী, মিলন পিয়াস পিয়া-সনে
মেঘ নাহি রজনীতে, দিবসে দিবস হিয়া
মেঘ নাহি রজনীতে, দিবসে দিবস হিয়া
প্রেম আবেশে নয়ন উদাস
মিলন পিয়াস পিয়া-সনে
মধুবনে মধুমাসে বঁধূ যদি নাহি আসে
মধুবনে মধুমাসে বঁধূ যদি নাহি আসে
মধুবনে-
বৃথা, বৃথা হবে কুসুম-সুবাস
বৃথা হবে মন-অভিলাষ
মিলন পিয়াস পিয়া-সনে
ঝরে ফুল ঝরঝর
বনপাখি ঘুরিবে কুলায়
অনুরাগে জরজর
বনলতা লুটাবে ধুলায়
নব ঘন সমারোহে পরবাসে ছিনু দোহে
নবঘন সমারোহে পরবাসে ছিনু দোহে
নিশি-বায়ে মিলিত হুতাশ
মিটিত না আঁখির তিয়াশ
মিলন পিয়াস পিয়া-সনে
সজনী, মিলন পিয়াস পিয়া-সনে
মিলন পিয়াস পিয়া-সনে
Written by: Mohini Chowdhury, S.D. Burman