Lyrics

তুমি অনেক বেশি চালাক, ফাঁকি সব বাকি থাক আর কোনো কথা হবে না আমি হলে দুর্নীতি, তুমি হলে রাজনীতি এমন তো প্রথা হবে না কূটনীতি খেলা হবে লাজ ভুলে কাজ হবে মেজাজ দেখতে যেও না ধুম করে গুম করে দেবো কোনো নালিশ কাজে দেবে না চুপ করে রূপ ধরে নেবার এই বাজে স্বভাব যাবে না ধুম করে গুম করে দেবো কোনো নালিশ কাজে দেবে না চুপ করে রূপ ধরে নেবার এই বাজে স্বভাব যাবে না তোমার মতো কত এসে হয়ে গেছে গত ক্ষত দেখা যায় না নিয়ে নিয়েছি ব্রত, আর নয় ওতপ্রোত নত হওয়া যাবে না সুবিধায় সাড়া পাবে স্বার্থেই দেখা হবে লুতুপুতু প্রেম হবে না প্রেম হলেই গুম হয়ে যাবে আর খুঁজে পাওয়া যাবে না চুপ করে রূপ ধরে নেবার এই বাজে স্বভাব যাবে না প্রেম হলেই গুম হয়ে যাবে আর খুঁজে পাওয়া যাবে না চুপ করে রূপ ধরে নেবার এই বাজে স্বভাব যাবে না তুমি মধ্যবিত্ত নারী, দামি ফোন, দামি শাড়ি বড় অশ্লীল এ ধাঁধা প্রশ্নপত্র ফাঁস হলেও খাবেই বাঁশ অংক মিলবে না, রাধা কান্না ঢোকে না কানে টান লাগে না ভানে দূরে যেতে দেরি হবে না ধুম করে গুম হয়ে যাবো আর খুঁজে পাওয়া যাবে না চুপ করে রূপ ধরে নেবার এই বাজে স্বভাব যাবে না ধুম করে গুম হয়ে যাবো আর খুঁজে পাওয়া যাবে না চুপ করে রূপ ধরে নেবার এই বাজে স্বভাব যাবে না ধুম করে গুম হয়ে যাবো আর খুঁজে পাওয়া যাবে না চুপ করে রূপ ধরে নেবার এই বাজে-
Writer(s): Rehaan Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out