Credits
COMPOSITION & LYRICS
Anik Sen
Songwriter
Lyrics
স্বপ্ন আমার স্বপ্ন থাকে
চাওয়াগুলো বেশি
স্বপ্ন দেখার সাহসটাকে
এখন হারিয়েছি
মানুষকে স্বপ্ন দেখায়
কেন সেটা দেখি
সব দিয়ে তবু কেড়ে নেয়ার
খেলাটা খেলি
চাই না আমার বোঝার বুঝ
চাই না কোনো আলো
সব হারিয়ে ভালোই আছি
মিথ্যে বলাই ভালো
বলছি আমি ব্যর্থ মানুষ
নাইবা বিনোদন
তোমার কাছে কান্না আমার
অরণ্যে রোদন
হয়তো আমার কথাগুলো
দাম দেবে না তুমি
বুঝবে না কেউ, জানবে না কেউ
এমনটাই তো আমি
ফুরিয়ে গেলো লিখার পাতা
লিখার জন্য কালি
অভিমানটা আমারই থাক
তাই তো তুমি কবি
একলা আমি, কে বলেছে?
দুঃখ আবার কী?
দুঃখের সাথে বন্ধুত্বটা
কবেই করেছি
একলা আমি, কে বলেছে?
দুঃখ আবার কী?
দুঃখের সাথে বন্ধুত্বটা
কবেই করেছি
চাই না আমার বোঝার বুঝ
চাই না কোনো আলো
সব হারিয়ে ভালোই আছি
মিথ্যে বলাই ভালো
Written by: Anik Sen