Credits

COMPOSITION & LYRICS
Aiedid Rashid
Aiedid Rashid
Songwriter
Ehsan Kaizer
Ehsan Kaizer
Songwriter
Alamgir Kaiser
Alamgir Kaiser
Songwriter

Lyrics

ওই দূরে চলো না নীল আকাশে
হারিয়ে যাই তোমার হাতটি ধরে
পায়ে পায়ে ঘুঙ্গুর পায়ে হারিয়ে তুমি
কাশ বনের মৃদুল বাতাসে হয়েছি
চলো না হারিয়ে যাই
তোমায় নিয়ে
কোনো নাম না জানা
ওই অজানা শহরে
চলো ...
ওই দুরের আকাশটাকে বলতে চাই আমি
তোমার হাতটা ধরে
রংধনুর মাঝে হারিয়ে যেতে চাই আমি
তোমায় নিয়ে
চলো না হারিয়ে যাই
তোমায় নিয়ে
কোনো নাম না জানা
ওই অজানা শহরে
চলো ...
Written by: Aiedid Rashid, Alamgir Kaiser, Ehsan Kaizer
instagramSharePathic_arrow_out

Loading...