Credits
PERFORMING ARTISTS
Debabrata Biswas
Lead Vocals
COMPOSITION & LYRICS
Debabrata Biswas
Songwriter
Lyrics
আমার সঙ্গে সহযোগিতা করছেন রবিন গাঙ্গুলী
আমেরিকা, ক্যানাডা-কানাডা থেকে বাজিয়ে খুব নামটাম করে এসছে
আর খোলে করবেন প্রভাত মুখার্জী
আর এসরাজে করবেন অনিল বাবু
আরেকজন artist আমি নিয়ে বসেছি
তার নাম, কী? (পূষণ মজুমদার)
পূষণ মজুমদার
ইনি আমার কাছে বেশি গান শেখেন না
প্রায় দিন কুড়ি-২৫ আগে আমি ওর গান একজাগায় শুনেছিলাম
তখন আমি ডেকে তার সঙ্গে আলাপ-টালাপ করলাম
এবং আমি বললাম যে, "আপনি আমার সঙ্গে গাইবেন?" উনি রাজি হলেন
তাই নিয়ে এসেছি আরকি
তো পূষণ মজুমদার school-এ পড়েন
কোন class? (Nine)
Class nine-এ পড়েন
আর ইন্দিরা সংগীত শিক্ষায়তনে গান শেখেন
Written by: Debabrata Biswas