Lyrics

আজ শহরের মন খারাপের গল্প হোক অবসরে আমার রাত ছুঁয়ে তোর সকাল বদলে যাওয়া অন্তরে নকশীকাঁথায় মায়ার গান হঠাৎ করে মিশে গেলো আমার ঘুম চোখে আবছা হোক তোর চিঠির শব্দগুলো সে যেন এক বন পলাশ, বুকের ভেতর চাঁদের স্নান মায়ার পাখি আর জোনাকি গাইছে ঘরে ফেরার গান আলোর রোশনাই দিচ্ছি তো, বল না সুখ আর কতদূর? আগলে রাখা মায়ার খোঁপায় বেঁধে রাখি চেনা রোদ্দুর খুঁজে নিয়ে রাতপরী আঁকছে রামধনু রঙ জ্যোৎস্না রাতে একলা মন থাক না আর কিছুক্ষণ অনুভূতির স্পর্শে আজ বৃষ্টি নামে অবসাদে সেই আদরের অন্য নাম খুঁজছি চেনা আবদারে
Writer(s): Ayan Kumar Nath Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out