Credits
PERFORMING ARTISTS
Subrata Sengupta
Performer
COMPOSITION & LYRICS
Gurudev Rabindranath Tagore
Lyrics
Subrata Sengupta
Composer
Lyrics
তরী আমার হঠাৎ ডুবে যায়
তরী আমার
কোনখানে রে কোন পাষাণের ঘায়
তরী আমার হঠাৎ ডুবে যায়
তরী আমার
নবীন তরী নতুন চলে
দিই নি পাড়ি অগাধ জলে
নবীন তরী নতুন চলে
দিই নি পাড়ি অগাধ জলে
বাহি তারে খেলার ছলে
বাহি তারে খেলার ছলে
কিনার-কিনারায়
তরী আমার হঠাৎ ডুবে যায়
তরী আমার
ভেসেছিলেম স্রোতের ভরে
একা ছিলেম কর্ণ ধরে
ভেসেছিলেম স্রোতের ভরে
একা ছিলেম কর্ণ ধরে
লেগেছিল পালের 'পরে
মধুর মৃদু বায়
সুখে ছিলেম আপন-মনে
মেঘ ছিল না গগনকোণে
সুখে ছিলেম আপন-মনে
মেঘ ছিল না গগনকোণে
লাগবে তরী কুসুমবনে
লাগবে তরী কুসুমবনে
ছিলেম সেই আশায়
তরী আমার হঠাৎ ডুবে যায়
তরী আমার
কোনখানে রে কোন পাষাণের ঘায়
তরী আমার হঠাৎ ডুবে যায়
তরী আমার
Written by: Gurudev Rabindranath Tagore, Subrata Sengupta

