Credits
PERFORMING ARTISTS
Arijit Chakraborty
Performer
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Songwriter
Lyrics
প্রাণ চায়, চক্ষু না চায়
মরি একি তোর দুস্তরলজ্জা
প্রাণ চায়, চক্ষু না চায়
সুন্দর এসে ফিরে যায়
তবে কার লাগি মিথ্যা এ সজ্জা
প্রাণ চায়, চক্ষু না চায়
মরি একি তোর দুস্তরলজ্জা
প্রাণ চায়, চক্ষু না চায়
মুখে নাহি নিঃসরে ভাষ, দহে অন্তরে নির্বাক বহ্নি
ওষ্ঠে কী নিষ্ঠুর হাস, তব মর্মে যে ক্রন্দন তন্বী
মুখে নাহি নিঃসরে ভাষ, দহে অন্তরে নির্বাক বহ্নি
ওষ্ঠে কী নিষ্ঠুর হাস, তব মর্মে যে ক্রন্দন তন্বী
মাল্য যে দংশিছে হায়, তব শয্যা যে কণ্টকশয্যা
মাল্য যে দংশিছে হায়, তব শয্যা যে কণ্টকশয্যা
মিলনসমুদ্রবেলায় চির-বিচ্ছেদজর্জর মজ্জা
প্রাণ চায়, চক্ষু না চায়
মরি একি তোর দুস্তরলজ্জা
প্রাণ চায়, চক্ষু না চায়
সুন্দর এসে ফিরে যায়
তবে কার লাগি মিথ্যা এ সজ্জা
প্রাণ চায়, চক্ষু না চায়
মরি একি তোর দুস্তরলজ্জা
প্রাণ চায়, চক্ষু না চায়
Written by: Rabindranath Tagore

