Music Video

E Bhabe Golpo Hok
Watch {trackName} music video by {artistName}

Credits

PERFORMING ARTISTS
Lagnajita Chakraborty
Lagnajita Chakraborty
Lead Vocals
COMPOSITION & LYRICS
Prasen
Prasen
Songwriter
Souvik Gupta (Savvy)
Souvik Gupta (Savvy)
Composer
PRODUCTION & ENGINEERING
Eros Now Music
Eros Now Music
Producer

Lyrics

একটা বারান্দায় আমি দাঁড়িয়ে ছিলাম ছুঁড়ে ম্যাজিক চোখ তাকিয়ে যেই চলে গেলে শীতে আরাম দেয় সেইরকমই চাদর মেলে ফেলেছি খেলার ছলে তোমার কোলে এভাবেই গল্প হয় আমাদের রূপকথায় এভাবেই গল্প হোক আমাদের রূপকথায় বাউণ্ডুলে দিন আর দুষ্টুমিরা নিয়ে পৌঁছে দিক আমায় তোমার পুকুর পাড়ে কাটব সাঁতার দেখব শ্যাওলা গাছে রাজি হও যদি খেলার ছলে তোমার জলে এভাবেই গল্প হোক আমাদের রূপকথায় এভাবেই গল্প হয় আমাদের রূপকথায় কিছুটা ছেলেমানুষি মেনেও তো ভালোবাসি বলে কয়ে কথা দিয়ে যাও দেখো না এনেছি সাথে মধুমাখা দিনে রাতে আমার মনের জোছনাও এভাবেই গল্প হোক আমাদের রূপকথায় এভাবেই গল্প হয় আমাদের রূপকথায় একটা বারান্দায় আমি দাঁড়িয়ে ছিলাম ছুঁড়ে ম্যাজিক চোখ তাকিয়ে যেই চলে গেলে শীতে আরাম দেয় সেইরকমই চাদর মেলে ফেলেছি খেলার ছলে তোমার কোলে এভাবেই গল্প হোক আমাদের রূপকথায় এভাবেই গল্প হয় আমাদের রূপকথায়
Writer(s): Prasen, Savvy Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out