Music Video

Tomay Hrid Majhare Rakhbo | হৃদ মাঝারে | Anirban Sur | Folk Song (Remake)
Watch {trackName} music video by {artistName}

Featured In

Credits

PERFORMING ARTISTS
Anirban Sur
Anirban Sur
Performer
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Rabindranath Tagore
Songwriter

Lyrics

ভুবনমোহন গোরা, কোন মণিজনার মনোহারা ভুবনমোহন গোরা, কোন মণিজনার মনোহারা ওরে, রাধার প্রেমে মাতোয়ারা চাঁদ গৌর আমার রাধার প্রেমে মাতোয়ারা ধুলায় যায় ভাই গড়াগড়ি যেতে চাইলে যেতে দেবো না চাইলে যেতে দেবো না, না, না, না যেতে দেবো না তোমায় হৃদ-মাঝারে রাখিবো, ছেড়ে দেবো না তোমায় হৃদ-মাঝারে রাখিবো, ছেড়ে দেবো না ওরে, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না ক্ষ্যাপা, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না, না ছেড়ে দেবো না তোমায় হৃদ-মাঝারে রাখিবো, ছেড়ে দেবো না তোমায় হৃদ-মাঝারে রাখিবো, ছেড়ে দেবো না যাবো ব্রজের কুলে কুলে আমরা মাখবো পায়ে রাঙা ধুলি যাবো ব্রজের কুলে কুলে মাখবো গায়ে রাঙা ধুলি ওরে পাগল মন যাবো ব্রজের কুলে কুলে মাখবো গায়ে রাঙা ধুলি ওরে, নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে ওরে, নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে চলে গেলে, চলে গেলে যেতে দেবো না, না, না, না যেতে দেবো না তোমায় হৃদ-মাঝারে রাখিবো তোমায় হৃদ-মাঝারে রাখিবো ওরে, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না ক্ষ্যাপা, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না, না ছেড়ে দেবো না তোমায় হৃদ-মাঝারে রাখিবো, ছেড়ে দেবো না তোমায় বক্ষ-মাঝে রাখিবো, ছেড়ে দেবো না তোমায় হৃদ-মাঝারে রাখিবো, ছেড়ে দেবো না তোমায় হৃদ-মাঝারে রাখিবো, ছেড়ে দেবো না
Writer(s): Traditional, Ram Krishna Paul Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out