Credits
COMPOSITION & LYRICS
Tonmoy Tansen
Songwriter
Lyrics
ভীরু হাত কাঁপেনি
অজুহাত খোঁজেনি
ভেজা স্রোত ছোটে
জীর্ণ শিরদাঁড়া বেয়ে
এই রাত হাসেনি
শূন্যতায় ভাসেনি
বুকচেরা নোনা ঘ্রাণ
শুধু আসে ধেয়ে!
ভীরু হাত কাঁপেনি
অজুহাত খোঁজেনি
ভেজা স্রোত ছোটে
জীর্ণ শিরদাঁড়া বেয়ে
এই রাত হাসেনি
শূন্যতায় ভাসেনি
বুকচেরা নোনা ঘ্রাণ
শুধু আসে ধেয়ে!
আঁধারে মিশে একাকার
মুখ চেপে কাঁদে অধিকার
শবের মিছিলে, বোবা স্লোগানে
মৃতপ্রায় এ জীবনের গান
অন্যের দ্বায় চেনা বাঁকে
শকুনেরা বেঁচে ঠাকে
লাশ টেনে ছিঁড়ে খাবে
নোনা স্বাদে, চেনা উৎসবে!
বিয়োগের শোকে
ভেসে যাওয়া চোখে
কান পেতে শোনো
বুকচেরা আর্তনাদ!
ভেঙে যাওয়া কাঁধে
প্রজাপতি কাঁদে
চোখ খুলে দেখো
মুখ-মাখা প্রতিবাদ
মৌনতার কোন ভাষা নেই
আঘাতে কোন ব্যথা নেই
নেই!
সব আজ পুড়ে যাবে!
পোড়া শোকে উড়ে যাবে!
ছাই হয়ে মিশে যাবে
ছোট্ট অভিশাপে!
অন্যের দ্বায় চেনা বাঁকে
মুখ চেপে কাঁদে অধিকার
শবের মিছিলে, বোবা স্লোগানে
মৃতপ্রায় এ জীবনের গান
ওৎ পেতে চেনা বাঁকে
শকুনেরা বেঁচে ঠাকে
লাশ টেনে ছিঁড়ে খাবে
নোনা স্বাদে, চেনা
Written by: Tonmoy Tansen