Music Video

Amar Mon Tor Paray - Lyrics || Mohammed Irfan || Latest Bengali Song ||
Watch {trackName} music video by {artistName}

Credits

PERFORMING ARTISTS
Mohammed Irfan
Mohammed Irfan
Performer
Md. Irfan
Md. Irfan
Performer
Mim
Mim
Actor
Jeet
Jeet
Actor
Priyanka Sarkar
Priyanka Sarkar
Actor
COMPOSITION & LYRICS
Priyo Chattopadhyay
Priyo Chattopadhyay
Lyrics
Savvy
Savvy
Composer

Lyrics

আমার মন তোর পাড়ায়, এসেছে তোরই আস্কারায়। আমার মন তোর পাড়ায়, এসেছে তোরই আস্কারায়। তোকে বলবো ভাবি, কিছু অল্প কথায়। তুই স্বপ্নে ছিলি, ছিলি গল্প কথায়। আজ তোর নামে, রাত নামে, দিন কেটে যায়। আমার মন তোর পাড়ায়, এসেছে তোরই আস্কারায়। আমার মন তোর পাড়ায়, এসেছে তোরই আস্কারায়। যেই আমার হলি, অলি গোলির ভীড়ে, তোকে একলা খোঁজার অজুহাত। এই মন বলেছে, তোর মন গলেছে, হলো প্রেমীরই আজ শুরু আর। তোকে বলবো ভাবি, কিছু চুপ কথাতে। ছিলি কল্পনাতে, ছিলি রূপকথাতে। আজ তোর নামে, রাত নামে, দিন কেটে যায়। আমার মন তোর পাড়ায়, এসেছে তোরই আস্কারায়। আমার মন তোর পাড়ায়, এসেছে তোরই আস্কারায়। এই শহর জুড়ে, সোনা এ রোদ্দুরে, ভিজে খুঁজবো সুখের ঠিকানা। আধো ঘুমের ঘোরে, আর এ আদরে, চেনা স্বপ্ন হলো অচেনা। তোকে বলবো ভাবি, কিছু অল্প কথায়। তুই স্বপ্নে ছিলি, ছিলি গল্প কথায়। আজ তোর নামে, রাত নামে, দিন কেটে যায়। আমার মন তোর পাড়ায়, এসেছে তোরই আস্কারায়। আমার মন তোর পাড়ায়, এসেছে তোরই আস্কারায়। ][ সমাপ্ত ][
Writer(s): Savvy Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out