Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Shayan
Performer
COMPOSITION & LYRICS
Farzana Wahid Shayan
Songwriter
Lyrics
হঠাৎ করেই চোখ পড়েছে
আমার প'রে আমার
মাঝখানে তো পাইনি সময়
একটুখানি থামার
পেছনটাতে চোখ বুলাতে
ঘামছি মনে মনে
আড়চোখেতে সেই আমি'কে
দেখছি সংগোপনে
আমার চোখের সামনে দিয়েই
বদলে গেছি আমি
নিয়ম হলো যা হারালো
হারিয়ে গেলেই দামী
আমার চোখের সামনে দিয়েই
বদলে গেছি আমি
নিয়ম হলো, যা হারালো
হারিয়ে গেলেই দামী
হঠাৎ করেই চোখ পড়েছে
আমার প'রে আমার
মাঝখানে তো পাইনি সময়
একটুখানি থামার
ইর্ষা ভরে তাকাই আমি সেই আমি'টার দিকে
এই আমি'টা কেমন যেন পানসে, কেমন ফিকে
আমারই তো সেই দু'টো চোখ উচ্ছলতায় ভরা
খরায় জরায় সবুজ শুন্য এ চোখ স্বপ্নহারা
সময় যেন স্বপ্ন মোছার, পা মাড়ানো পাপোষ
সেই আমি'টার সঙ্গে আমার আর কি হবে আপোষ
আমার যত সবুজ ছিল
আর কি ফিরে পাবো?
সময় তোমার স্রোতে ভেসে উল্টো দিকেই যাব
আমার যত সবুজ ছিল
আর কি ফিরে পাবো?
সময় তোমার স্রোতে ভেসে উল্টো দিকেই যাব
হঠাৎ করেই চোখ পড়েছে
আমার প'রে আমার
মাঝখানে তো পাইনি সময়
একটুখানি থামার
আমার চোখের সামনে দিয়ে এমন পুকুরচুরি
টের পেয়েছি এতক্ষণে চোরের বাহাদুরী
করবো কাকে দায়ী আমি, সময় নাকি ভাগ্য?
জবাব দেবেন তারা, যারা জীবন বিশেষজ্ঞ
আগামীতে অন্য কোন আমি'র দেখা পেলে
সেই আমি'টার আমায় দেখে
চমকাবে কি পিলে?
সেই আমি'টা বলছে আমায় মুঠো করিস হাতে
এখনও যা সবুজ আছে জড়ো করিস তাতে
আমার যত সবুজ ছিল
আর কি ফিরে পাবো?
সময় তোমার স্রোতে ভেসে উল্টো দিকেই যাব
আমার যত সবুজ ছিল
আর কি ফিরে পাবো?
সময় তোমার স্রোতে ভেসে উল্টো দিকেই যাব
হঠাৎ করেই চোখ পড়েছে
আমার প'রে আমার
মাঝখানে তো পাইনি সময়
একটুখানি থামার
পেছনটাতে চোখ বুলাতে
ঘামছি মনে মনে
আড়চোখেতে সেই আমি'কে
দেখছি সংগোপনে
Written by: Farzana Wahid Shayan