Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Taalpatar Shepai
Lead Vocals
Pritam Das
Lead Vocals
COMPOSITION & LYRICS
Pritam Das
Songwriter
Kritee Roy
Songwriter
PRODUCTION & ENGINEERING
Taalpatar Shepai
Producer
Lyrics
নকশিকাঁথার রাজার কন্যা
কোথায় তোমার বাড়ি?
যেথায় ছাদে রোদের আসমান
মেঘের ভাড়া গাড়ি
পালিয়ে যাওয়ার রাস্তা ধরে যাই
রূপকথাদের কাছে
তোমার কাছে দুঃখ ভোলাবার
রূপোর কাঠি আছে
পেঁজা তুলোর নাকছাবি আর
জুঁই ঝরানো কেশে
বলো কন্যা যাবে নিয়ে
তোমার মুলুক দেশে?
চার দেয়ালের এই খেলাঘর
খেলবো না আর একা
দত্যি-দানো পেরিয়ে গেলে ঠিক
পাবো তোমার দেখা
টিয়া রঙের পাতার ঝালর
নদীর বুকে গয়না আলোর
তোমার দেশের ছবি, কন্যা
আমার দু'চোখ ভাবে
হীরেকুঁচি ঝর্ণা জলে
আকাশ যেন গল্প বলে
তোমার দেশের ছবি, কন্যা
আমার দু'চোখ ভাবে
আমায় নিয়ে যাবে?
নকশিকাঁথার রাজার কন্যা
কোথায় তোমার বাড়ি?
যেথায় ছাদে রোদের আসমান
মেঘের ভাড়া গাড়ি
এই ঘেরাটোপ আলো আঁধারির
ভাল্লাগে না, মেয়ে
আমার ভেতর নৌকো বেয়ে তাই
আমায় চলো নিয়ে
আমায় চলো নিয়ে
আমায় চলো নিয়ে, কন্যা
আমায় চলো নিয়ে
আমায় চলো নিয়ে, কন্যা
আমায় চলো নিয়ে
Written by: Kritee Roy, Pritam Das