Credits

PERFORMING ARTISTS
Rupankar
Rupankar
Lead Vocals
COMPOSITION & LYRICS
Soumen Dutta
Soumen Dutta
Songwriter

Lyrics

থাকবো কতদিন আর
একা একা তোমায় ছেড়ে?
থাকবো কতদিন আর
একা একা তোমায় ছেড়ে?
এ মন বড়ো উথালপাথাল
দমকা হাওয়ায় ভেঙে পড়ে
থাকবো কতদিন আর
একা একা তোমায় ছেড়ে?
ও, ভালোবাসা আমার নয়কো মিথ্যা জালেতে মোড়া
সাজানো বাগান ছিল ফুলে ফুলে ভরা
ভালোবাসা আমার নয়কো মিথ্যা জালেতে মোড়া
সাজানো বাগান ছিল ফুলে ফুলে ভরা
আজ গেল ঝড়ে উড়ে
ঢেউ বুকে আছড়ে পড়ে
আজ গেল ঝড়ে উড়ে
ঢেউ বুকে আছড়ে পড়ে
ভালোবাসি কতখানি তোমায়
বোঝাই কী করে?
থাকবো কতদিন আর
একা একা তোমায় ছেড়ে?
এই কৃষ্ণচূড়া আজও আছে দাঁড়িয়ে
তোমার আমার প্রেমের বাঁধনে
নীল আকাশের মেঘ যায় মুখ ফেরায়ে
নীল আকাশের মেঘ যায় মুখ ফেরায়ে
এ মন বড়ো আকুল ব্যাকুল
দমকা হাওয়ায় ভেঙে পড়ে
থাকবো কতদিন আর
একা একা তোমায় ছেড়ে?
থাকবো কতদিন আর
একা একা তোমায় ছেড়ে?
এ মন বড়ো উথালপাথাল
দমকা হাওয়ায় ভেঙে পড়ে
থাকবো কতদিন আর
একা একা তোমায় ছেড়ে?
একা একা তোমায় ছেড়ে
একা একা তোমায় ছেড়ে
Written by: Soumen Dutta
instagramSharePathic_arrow_out

Loading...