Credits
PERFORMING ARTISTS
Lopamudra Mitra
Performer
COMPOSITION & LYRICS
Indrajit Banerjee
Composer
Utpal Das
Songwriter
Lyrics
যন্তর মন্তর-
যন্তর মন্তর ঘরে হবে মগজ ধোলাই
রাজা বলবে হেসে হেসে, "বাহ রে, এটাই চাই"
যন্তর মন্তর ঘরে হবে মগজ ধোলাই
রাজা বলবে হেসে হেসে, "বাহ রে, এটাই চাই"
মস্তিষ্ক প্রক্ষালনে সবাই বোকা হবে
ঠিক কি না, ঠিক কি না বলো, আজকের এই বাস্তবে?
মস্তিষ্ক প্রক্ষালনে সবাই বোকা হবে
ঠিক কি না, ঠিক কি না বলো, আজকের এই বাস্তবে?
গাইবে যে জন গানা, তার হবে ঠিকানা
ওই গরাদের ভিতরে, হায়
আবার একবার গুপী, বাঘা আসে যদি, ভাই
গানও জমবে, জমবে বাজনা, তাইরে নাইরে নাই
আবার একবার গুপী, বাঘা আসে যদি, ভাই
গানও জমবে, জমবে বাজনা, তাইরে নাইরে নাই
ভূতের রাজা নতুন করে তিনখানা বর দেবে
গরিব মানুষ ঘুরবে ফিরবে, দারুণ খাবার পাবে
গরিব মানুষ ঘুরবে ফিরবে, দারুণ খাবার পাবে
ওই হাল্লা রাজার মন্ত্রীটাও পাবে যে সাজা
সবার বুকের ভিতরে এ গানই বাজা
ওই হাল্লা রাজার মন্ত্রীটাও পাবে যে সাজা
সবার বুকের ভিতরে এ গানই বাজা
এমন অনেক হিরক রাজাই রয়েছে এখানে
বাঘ মামার ভয় দেখিয়ে নিজের বশে আনে
এমন অনেক হিরক রাজাই রয়েছে এখানে
বাঘ মামার ভয় দেখিয়ে নিজের বশে আনে
অবশেষে এরাও একদিন ধরা পড়ে যাবে
দড়ি ধরে টান লাগালে রাজা খানখান হবে
দড়ি ধরে টান লাগালে রাজা খানখান হবে
পৃথিবীটা সুন্দর হবে, জীবন চমৎকার
সবাই মিলে শান্তি-সুখে থাকব যে এবার
পৃথিবীটা সুন্দর হবে, জীবন চমৎকার
সবাই মিলে শান্তি-সুখে থাকব যে এবার
সবাই মিলে শান্তি-সুখে থাকব যে এবার
সবাই মিলে শান্তি-সুখে থাকব যে এবার
Written by: Indrajit Banerjee, Utpal Das

