Music Video

Bondho Janala | বন্ধ জানালা | Shironamhin | Bangla Song | Official Lyrical Video
Watch {trackName} music video by {artistName}

Featured In

Credits

PERFORMING ARTISTS
Shironamhin
Shironamhin
Performer
COMPOSITION & LYRICS
Shironamhin
Shironamhin
Songwriter
Ziaur Rahman Zia
Ziaur Rahman Zia
Composer

Lyrics

আরেকবার যেতে চাই রিমঝিমঝিম সুদূরপুর অবাক রোদ ভেজা তপ্ত দুপুর আরেকবার তোমাদের লাল নীল রং আনন্দে একলা রাস্তায় এক চিলতে রোদ্দুর সারা বেলা বন্ধ জানালা যদি তোমাদের অনেক শব্দ আমার জানালায় ছোট ছোট আনন্দের স্পর্শে আঙ্গুল রেখে যায় যদি তোমাদের অনেক শব্দ আমার জানালায় ছোট ছোট আনন্দের স্পর্শে আঙ্গুল রেখে যায় যদি সহস্র শব্দের উৎসব থেমে যায় সারা বেলা বন্ধ জানালা যদি তোমাদের লাল নীল গল্প আমার শরীরে কোনো একলা রাস্তায় অবাক ভ্রমণে যদি তোমাদের লাল নীল গল্প আমার শরীরে কোনো একলা রাস্তায় অবাক ভ্রমণে যদি ইচ্ছের নীল রং আকাশ ছুঁয়ে যায় সারা বেলা বন্ধ জানালা আরেকবার যেতে চাই রিমঝিমঝিম সুদূরপুর অবাক রোদ ভেজা তপ্ত দুপুর আরেকবার তোমাদের লাল নীল রং আনন্দে একলা রাস্তায় এক চিলতে রোদ্দুর সারা বেলা বন্ধ জানালা
Writer(s): Ziaur Rahman, Shironamhin Shironamhin Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out