Lyrics

তাল তমালের বনেতে আগুন লাগে মনেতে তাল তমালের বনেতে আগুন লাগে মনেতে বন্ধু আমার বুনো হাওয়া সুখ হইলো না প্রাণেতে তাল তমালের বনেতে আগুন লাগে মনেতে শহর নগর বন্দরে ঘুরি আমি ঘুরি রে ভাব লাগেনা মনেতে অভাবে দিন গেলো রে শহর নগর বন্দরে ঘুরি আমি ঘুরি রে ভাব লাগেনা মনেতে অভাবে দিন গেলো রে সকাল দুপুর সন্ধ্যা গেলো সূর্য ঢেকে আঁধারে নদী পাহাড় সাগরে খুঁজি আমি কাহারে? নদী পাহাড় সাগরে খুঁজি আমি কাহারে? বন্ধু আমার বুনো হাওয়া সুখ হইলো না প্রাণেতে তাল তমালের বনেতে আগুন লাগে মনেতে এখন কোন গল্প নাই গল্পে কোন কথা নাই দিনও মানে সূর্য নাই রাতে কোন চন্দ্র নাই এখন কোন গল্প নাই গল্পে কোন কথা নাই দিনও মানে সূর্য নাই রাতে কোন চন্দ্র নাই না হইলোনা কথা বলা কি পড়িবো গলেতে? গল্প করি কাহারে কবে পাবো তাহারে? গল্প করি কাহারে কবে পাবো তাহারে? বন্ধু আমার বুনো হাওয়া সুখ হইলো না প্রাণেতে তাল তমালের বনেতে আগুন লাগে মনেতে বন্ধু আমার বুনো হাওয়া সুখ হলোনা প্রাণেতে তাল তমালের বনেতে আগুন লাগে মনেতে তাল তমালের বনেতে আগুন লাগে মনেতে তাল তমালের বনেতে আগুন লাগে মনেতে তাল তমালের বনেতে আগুন লাগে মনেতে
Writer(s): Fakir Lalon Shai Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out