Music Video

Hin
Watch {trackName} music video by {artistName}

Featured In

Credits

PERFORMING ARTISTS
Ashes Bangladesh
Ashes Bangladesh
Performer
Zunayed Evan
Zunayed Evan
Performer
COMPOSITION & LYRICS
Zunayed Khan
Zunayed Khan
Songwriter

Lyrics

চলো হারিয়ে, হারিয়ে যাবো আনন্দধারায় আর একবার চলো ছুটে যাই আঁধার রঙের আলোয় চলো হারিয়ে, হারিয়ে যাবো আনন্দধারায় আর একবার চলো ছুটে যাই আঁধার রঙের আলোয় ফিরে আসো যেখানে তোমায় হারিয়ে, হারিয়ে আমি অন্ধকারে পুড়ে যায় এ মন, ফিরে আসো এই তোমাতে কী হবে ভিজিয়ে কান্না আজ বৃষ্টিতে যদি না ভেজাও এ মন? চোখগুলো মেঘ হয়ে যায়, সারি সারি মেঘ সাদা ঘুড়িটা ঝরে যায় বৃষ্টিধারায় কী হবে ভিজিয়ে কান্না আজ বৃষ্টিতে যদি না ভেজাও এ মন? চোখগুলো মেঘ হয়ে যায়, সারি সারি মেঘ সাদা ঘুড়িটা ঝরে যায় বৃষ্টিধারায় চলো হারিয়ে, হারিয়ে যাবো আনন্দধারায় আর একবার চলো ছুটে যাই আঁধার রঙের আলোয় চলো হারিয়ে, হারিয়ে যাবো আনন্দধারায় আর একবার চলো ছুটে যাই আঁধার রঙের আলোয় ফিরে আসো যেখানে তোমায় হারিয়ে, হারিয়ে আমি অন্ধকারে পুড়ে যায় এ মন, ফিরে আসো এই তোমাতে কী হবে জল হয়ে যদি আকাশ মেঘহীন হয় শব্দহীন শব্দ গানে? মেঘগুলো মন হয়ে যায়, মনে মনে কত ছুঁয়েছি যত আজ তুমি তোমার হলে কী হবে জল হয়ে যদি আকাশ মেঘহীন হয় শব্দহীন শব্দ গানে? মেঘগুলো মন হয়ে যায়, মনে মনে কত ছুঁয়েছি যত আজ তুমি তোমার হলে ফিরে আসো যেখানে তোমায় হারিয়ে, হারিয়ে আমি অন্ধকারে পুড়ে যায় এ মন, ফিরে আসো এই তোমাতে ফিরে আসো যেখানে তোমায় হারিয়ে, হারিয়ে আমি অন্ধকারে পুড়ে যায় এ মন, ফিরে আসো এই তোমাতে
Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out