Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Hemanta Mukherjee
Lead Vocals
Bimal Ghosh
Performer
COMPOSITION & LYRICS
Hemanta Mukherjee
Composer
Bimal Ghosh
Songwriter
Lyrics
বসে আছি পথ চেয়ে
ফাগুনের গান গেয়ে
যত ভাবি ভুলে যাবো
মন মানে না
বসে আছি পথ চেয়ে
ফাগুনের গান গেয়ে
যত ভাবি ভুলে যাবো
মন মানে না
মন মানে না
বসে আছি পথ চেয়ে
ফাগুনের গান গেয়ে
যত ভাবি ভুলে যাবো
মন মানে না
মন মানে না
বেদনার শতদলে
স্মৃতির সুরভি জ্বলে
বেদনার শতদলে
স্মৃতির সুরভি জ্বলে
নিশীথের মন-বীণা
সুর জানে না
যত ভাবি ভুলে যাবো
মন মানে না
মন মানে না
আজ তুমি নেই সাথে
ভুলে থাকা ছলনাতে
মনে মনে ভাবি শুধু
তোমারই কথা
পাওয়া না পাওয়ার মাঝে
অচেনার সুর বাজে
সুরভিত বিরহের মর্মব্যথা
আজ তুমি নেই সাথে
ভুলে থাকা ছলনাতে
মনে মনে ভাবি শুধু
তোমারই কথা
পাওয়া না পাওয়ার মাঝে
অচেনার সুর বাজে
সুরভিত বিরহের মর্মব্যথা
তুমি, ওগো তুমি মোরে
বেঁধেছো যে মায়াডোরে
তুমি, ওগো তুমি মোরে
বেঁধেছো যে মায়াডোরে
সে বাঁধনে দু'নয়নে ঘুম আসে না
যত ভাবি ভুলে যাবো
মন মানে না
মন মানে না
বসে আছি পথ চেয়ে
ফাগুনের গান গেয়ে
যত ভাবি ভুলে যাবো
মন মানে না
মন মানে না
Written by: Bimal Ghosh, Hemanta Mukherjee