Lyrics
চোখে চোখে চোখ পড়েছে
কী বলব মুখে?
কে তোমায় সাজিয়েছে
এতো অপরূপে?
চোখে চোখে চোখ পড়েছে
কী বলব মুখে?
কে তোমায় সাজিয়েছে
এতো অপরূপে?
আমার কল্পনায় হাজার ভাষা
নীরব দুঃখে দুঃখে
আমার কল্পনায় হাজার ভাষা
নীরব দুঃখে দুঃখে
চাঁদ আজ লুকিয়ে গেছে
মেঘের আড়ালে
ফুল যেন চায় না ফিরে
পাপড়িরা মেলে
চাঁদ আজ লুকিয়ে গেছে
মেঘের আড়ালে
ফুল যেন চায় না ফিরে
পাপড়িরা মেলে
আমার কল্পনায় হাজার ভাষা
নীরব দুঃখে দুঃখে
আমার কল্পনায় হাজার ভাষা
নীরব দুঃখে দুঃখে
তোমায় দেখে লিখতে পারি
হাজার কবিতা
পাহাড়ের বুক ফাঁড়িয়ে
ঝরে পরে লাজুক লতা
তোমায় দেখে লিখতে পারি
হাজার কবিতা
পাহাড়ের বুক ফাঁড়িয়ে
ঝরে পরে লাজুক লতা
নয়ন দুটি আড়াল করো
রঙিন ওড়না ঢেকে
নয়ন দুটি আড়াল করো
রঙিন ওড়না ঢেকে
চোখে চোখে চোখ পড়েছে
কী বলব মুখে?
কে তোমায় সাজিয়েছে
এতো অপরূপে?
চোখে চোখে চোখ পড়েছে
কী বলব মুখে?
কে তোমায় সাজিয়েছে
এতো অপরূপে?
আমার কল্পনায় হাজার ভাষা
নীরব দুঃখে দুঃখে
আমার কল্পনায় হাজার ভাষা
নীরব দুঃখে দুঃখে
Written by: RR


