Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Oyshee
Oyshee
Performer
Sinthia Yasmin
Sinthia Yasmin
Vocals
COMPOSITION & LYRICS
Oyshee
Oyshee
Composer
Tonmoy Parvez
Tonmoy Parvez
Songwriter
Arafat Mohsin
Arafat Mohsin
Arranger
PRODUCTION & ENGINEERING
Oyshee
Oyshee
Producer
Arafat Kirty
Arafat Kirty
Mastering Engineer
Arafat Mohsin
Arafat Mohsin
Producer

Lyrics

কি ব্যথা গোপনে
রাইখা যায় আবেশ
ছুইলে লাগে ভালা
ঘন কালো কেশ
ভাবতাছো কি মনে
কিয়ের আবেশ
কোট খাইলে শেষ
শেষ সব শেষ
ধোকা ধোকা, বন্ধু খাইস কী ধোকা
বন্ধুয়া আমার , তুমি একখান বোকা
লোভের পাঙখা মেইলা ,
আকাশ ছুঁতে চাও যারা
পাখা ভাইনগা গেলেই
উড়বো কি করে তারা?
চুলবুল চুলবুল করে পরান
কীসের বাতটি জ্বলে
বুঝবা তুমি কবে
উশটা খাইলে তবে ?
তুমি একখান যে
ঘুইরা ফিরা মরে
ছটফট ছটফট করে
জীবন বন্দুকের নল
ধোকা ধোকা, বন্ধু খাইস কী ধোকা
বন্ধুয়া আমার , তুমি একখান বোকা
লোভের পাঙখা মেইলা ,
আকাশ ছুঁতে চাও যারা
পাখা ভাইনগা গেলেই
উড়বো কি করে তারা?
Written by: Oyshee, Tonmoy Parvez
instagramSharePathic_arrow_out

Loading...