Créditos

Letra

ভেঙে গেছে খেলাঘর
মন আজ যাযাবর
ভালোবাসা আলো আশা আমায় চায়না
উড়ে আসে স্মৃতিমেঘ
দু'চোখে জল আবেগ
দূরে থাকা আর মানা যায়না
বল নারে তুই বল না
কেন করিস ছলনা
তোর লাগি মন কেঁদে যায়, হায়
বল নারে তুই বল না
কেন করিস ছলনা
তুই ছাড়া আমি অসহায়
হো, কত কথা মন লিখে যায়
জানে বুকের দেয়াল
আড়াল হয়ে থাকিস শুধু
ভাঙেনা তোর খেয়াল
হো, কত কথা মন লিখে যায়
জানে বুকের দেয়াল
আড়াল হয়ে থাকিস শুধু
ভাঙেনা তোর খেয়াল
একা থাকি কি করে
তুই আয় নারে ফিরে
তোর পথ চেয়ে আছি
সেই চেনা স্বপ্ননীড়ে
দিন আমার আঁধারে হারায়, হায়
বল নারে তুই বল না
কেন করিস ছলনা
তোর লাগি মন কেঁদে যায়, হায়
বল নারে তুই বল না
কেন করিস ছলনা
তুই ছাড়া আমি অসহায়
হো, কত ছবি মন এঁকে যায়
আজও নিজের ভেতর
অচিন দেশে ঘুরে বেড়াস
রাখিস নারে খবর
হো, কত ছবি মন এঁকে যায়
আজও নিজের ভেতর
অচিন দেশে ঘুরে বেড়াস
রাখিস নারে খবর
একা থাকি কি করে
তুই আয় নারে ফিরে
তোর পথ চেয়ে আছি
সেই চেনা স্বপ্ননীড়ে
দিন আমার আঁধারে হারায়, হায়
বল নারে তুই বল না
কেন করিস ছলনা
তোর লাগি মন কেঁদে যায়, হায়
বল নারে তুই বল না
কেন করিস ছলনা
তুই ছাড়া আমি অসহায়
Written by: Imran, Robiul Islam Jibon
instagramSharePathic_arrow_out

Loading...