Créditos
ARTISTAS INTÉRPRETES
Srikanto Acharya
Intérprete
COMPOSICIÓN Y LETRA
Saikat Kundu
Autoría
Letra
তুমি ঠিক যেমন আছো
তুমি ঠিক যেমন আছো
তার থেকে আর দুই পা দূরে
আমাদের ছোট্ট নদী বাজছে মেঠো বাঁশির সুরে
গেঁয়ো পথ গাইছে বাউল, বট ঝুরিটার দোলনা ফাঁকা
ছায়া-রোদ শিরায় শিরায় মৌরি ফুলের গন্ধ মাখা
যা ছিল তেমনি আছে, প্রশ্ন তুমি যাচ্ছ কিনা
আমি সেই নদীর বাতাস, আমার কোন নাম দিও না
তুমি হাত বাড়িয়ে থেকো তোমার খোলা জানলা দিয়ে
আমি মেঘ পাঠিয়ে দেবো, ভাসবো তোমায় সঙ্গে নিয়ে
তুমি হও জলের ফোঁটা, আমিও লয় পায়ের ধুলো
ঘাস কেঁপে উঠুক ফড়িং আর আমাদের ইচ্ছেগুলো
গরুদের গলায়-গলায় ঘণ্টা হয়ে বাজতো চেনা
আমি ঘরে ফেরার সে ডাক আমার কোন নাম দিওনা
তুমি যদি একলা এখন এই নাগরিক ভীড়ের মাঝে
মনে করো সন্ধ্যে হলো তুলসি তলায় শঙ্খ বাজে
তুমি যদি একলা এখন এই নাগরিক ভীড়ের মাঝে
মনে করো সন্ধ্যে হলো তুলসি তলায় শঙ্খ বাজে
লক্ষ্মীর আল্পনা ছক, হাতের সেলাই আসন পাতা
খুঁটি ধরে দাঁড়িয়ে আছে, হয়তো কারোর আসার কথা
আমাদের দেয়নি যেতে এই দ্বিধা লোক-লজ্জা-ঘৃণা
আমি সেই না হওয়া গান আমার কোন নাম দিওনা
আমি সেই নদীর বাতাস, আমার কোন নাম দিও না
আমি ঘরে ফেরার সে ডাক...
Written by: Joy Sarkar, Saikat Kundu

