Créditos
ARTISTAS INTÉRPRETES
Manju Gupta
Intérprete
COMPOSICIÓN Y LETRA
Atulprasad Sen
Autoría
Letra
যারা তোরে বাসলো ভালো
যারা দিলো প্রাণে ব্যথা
যাবার আগে বন্ধু জেনে
সবার পায়ে নোয়া মাথা
যারা তোরে বাসলো ভালো
যাদেরই তুই পর ভাবিলি
যাদের চোখে জল আনিলি
যাদেরই তুই পর ভাবিলি
যাদের চোখে জল আনিলি
ক্ষমা চেয়ে সবার পায়ে
জানা রে আজ প্রাণের কথা
যারা তোরে বাসলো ভালো
জীবনে যা পাবার ছিল
সবাই তোরে তাই তো দিলো
যা পেলি তাঁর চরণ-ধূলি
আর তবে তোর ভাবনা কোথা?
পাবার বাকি আছে যাহা
পাবি না তুই হয়তো তাহা
পাবার বাকি আছে যাহা
পাবি না তুই হয়তো তাহা
খুলিস না আর খেয়ার ঘাটে
পাওনা-দেনার জমার খাতা
যারা তোরে বাসলো ভালো
যারা দিলো প্রাণে ব্যথা
যারা তোরে বাসলো ভালো
Written by: Atulprasad Sen

