Video musical

Ogo Nadi, Apan Bege Pagal-Para | ওগো নদী আপন বেগে পাগল-পারা | Lopamudra Mitra | Rabindranath Tagore
Mira el video musical de {trackName} de {artistName}

Incluido en

Créditos

PERFORMING ARTISTS
Srikanto Acharya
Srikanto Acharya
Performer
COMPOSITION & LYRICS
Rabindra Nath Tagore
Rabindra Nath Tagore
Lyrics
PRODUCTION & ENGINEERING
Beethoven Records
Beethoven Records
Producer

Letra

ওগো নদী, আপন বেগে পাগল-পারা আমি স্তব্ধ চাঁপার তরু গন্ধভরে তন্দ্রাহারা ওগো নদী, আপন বেগে পাগল-পারা আমি সদা অচল থাকি গভীর চলা গোপন রাখি আমি সদা অচল থাকি গভীর চলা গোপন রাখি আমার চলা নবীন পাতায় আমার চলা ফুলের ধারা ওগো নদী, আপন বেগে পাগল-পারা ওগো নদী, চলার বেগে পাগল-পারা পথে পথে বাহির হয়ে আপন-হারা ওগো নদী, চলার বেগে পাগল-পারা পথে পথে বাহির হয়ে আপন-হারা আমার চলা যায় না বলা- আলোর পানে প্রাণের চলা আমার চলা যায় না বলা- আলোর পানে প্রাণের চলা আকাশ বোঝে আনন্দ তার বোঝে নিশার নীরব তারা ওগো নদী, আপন বেগে পাগল-পারা আমি স্তব্ধ চাঁপার তরু গন্ধভরে, তন্দ্রাহারা ওগো নদী, আপন বেগে পাগল-পারা
Writer(s): Rabindranath Tagore Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out