Paroles

কি জাদু করিলা, পিরিতি শিখাইলা থাকিতে পারি না ঘরেতে, প্রাণ সজনী থাকিতে পারি না ঘরেতে কি মন্ত্রন পড়িলা, ভাবেতে মজাইলা থাকিতে পারি না ঘরেতে, প্রাণ সজনী থাকিতে পারি না ঘরেতে কি জাদু করিলা, পিরিতি শিখাইলা থাকিতে পারি না ঘরেতে, প্রাণ সজনী থাকিতে পারি না ঘরেতে নয়ন জুড়াইলা, পরান কাড়িলা নয়ন জুড়াইলা, পরান কাড়িলা মরমে বাজাইলা মধুর বাঁশী পড়ে গো ঢলিয়া হাসিয়া হাসিয়া পড়ে গো ঢলিয়া হাসিয়া হাসিয়া তোমারই মুখেতে পূর্ণ শশী কি কথা কহিলা, পাগল বানাইলা কিছুতে পারি না সহিতে, প্রাণ সজনী কিছুতে পারি না সহিতে কি মন্ত্রন পড়িলা, ভাবেতে মজাইলা থাকিতে পারি না ঘরেতে, প্রাণ সজনী থাকিতে পারি না ঘরেতে আমার লাগিয়া নিরালে বসিয়া আমার লাগিয়া নিরালে বসিয়া তোমারে যতনে গড়িলো বিধি মরিবো মরণে তোমারই বিহনে মরিবো মরণে তোমারই বিহনে তোমারে জীবনে না পাই যদি কি মালা গাঁথিলা, আমারে পরাইলা কিছুতে পারি না খুলিতে, প্রাণ সজনী কিছুতে পারি না খুলিতে কি জাদু করিলা, পিরিতি শিখাইলা থাকিতে পারি না ঘরেতে, প্রাণ সজনী থাকিতে পারি না ঘরেতে
Writer(s): Manirujjaman Manir, Alam Khan Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out