Clip vidéo

Phire Asbe Na (feat. Hridoy Khan & Porshi) (Hridoy Khan & Porshi)
Regarder le vidéoclip de {trackName} par {artistName}

Crédits

INTERPRÉTATION
Porshi
Porshi
Voix principales
Rajkumar Thillaiyampalam
Rajkumar Thillaiyampalam
Interprète
COMPOSITION ET PAROLES
Rajkumar Thillaiyampalam
Rajkumar Thillaiyampalam
Paroles/Composition
Goonjohn Rahman
Goonjohn Rahman
Paroles/Composition
PRODUCTION ET INGÉNIERIE
Kapilan Kugavel
Kapilan Kugavel
Production
Rajkumar Thillaiyampalam
Rajkumar Thillaiyampalam
Production

Paroles

কীভাবে এত ভালোবাসো? কেমন করে মায়ায় বাঁধো আমায়? এভাবে স্বভাবে তুমি মিশে থাকো এ হৃদয়-আঙিনায় তুমি কেমন জানি, বুঝি না আমি কেন মনে হয় তবু তুমি সবটাই দিবানিশি কী যেন এখন বাড়ির টানে যেমন চাতক মনটা তোমার মতো আমার কেহ নাই, কেহ নাই বুঝে যে আমায় পুরোটাই, পুরোটাই তোমার মত আমার কেহ নাই ভালোবাসি তোমায় পুরোটাই ছোট ছোট বায়নাগুলো ভীষণ ভালো লাগে আমার আপন বলতে তুমি সবকিছুর আগে ছোট ছোট বায়নাগুলো ভীষণ ভালো লাগে আমার আপন বলতে তুমি সবকিছুর আগে বলতে পারি গল্পকথায়, লিখতে পারি ইচ্ছে-খাতায় কম হবে তোমার তুলনা ও, বলতে পারি গল্পকথায়, লিখতে পারি ইচ্ছে-খাতায় কম হবে তোমার তুলনা তোমার মতো আমার কেহ নাই, কেহ নাই বুঝে যে আমায় পুরোটাই, পুরোটাই তোমার মতো আমার কেহ নাই ভালোবাসি তোমায় পুরোটাই
Writer(s): Rajkumar Thillaiyampalam, Goonjohn Rahman Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out