Clip vidéo

Meghla Dupur | Porshi | New Song
Regarder le vidéoclip de {trackName} par {artistName}

Apparaît dans

Crédits

INTERPRÉTATION
Porshi
Porshi
Interprète
COMPOSITION ET PAROLES
Arfin Rumey
Arfin Rumey
Composition
Robiul Islam Jibon
Robiul Islam Jibon
Paroles/Composition

Paroles

মেঘলা দুপুরে, হাওয়ার নূপুরে ভেংগেছে মনেরই ঘুম তোমারই ছোয়াতে, হৃদয়টা রাংগাতে রেখেছি দৃষ্টি নিঝুম। দূরে তুমি, এখানে মন কি মানে? ঝিরিঝিরি এ যাতনা সয়না প্রাণে. এঁকে যাই তোমাকে রংধনুর সাত রংগে এঁকে যাই তোমাকে।। তুমি জানো না তোমাকে নিয়ে, হারাই স্বপ্নলোকে তুমি বোঝো না তোমাকে ছাড়া কি করে কাটছে কাল।। মেঘলা দুপুরে, হাওয়ার নূপুরে ভেংগেছে মনেরই ঘুম তোমারই ছোয়াতে, হৃদয়টা রাংগাতে রেখেছি দৃষ্টি নিঝুম। ডেকে যাই তোমাকে নিরজনে আলাপনে ডেকে যাই তোমাকে।। তুমি জানো না তোমাকে নিয়ে হারাই সপ্নলোকে তুমি বোঝো না তোমাকে ছাড়া কি করে কাটছে কাল।। মেঘলা দুপুরে, হাওয়ার নূপুরে ভেংগেছে মনেরই ঘুম তোমারই ছোয়াতে, হৃদয়টা রাংগাতে রেখেছি দৃষ্টি নিঝুম।
Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out