Crédits
INTERPRÉTATION
Pijushkanti Sarkar
Interprète
COMPOSITION ET PAROLES
Rabindranath Tagore
Paroles/Composition
Paroles
যৌবনসরসীনীরে-
যৌবনসরসীনীরে মিলনশতদল
যৌবনসরসীনীরে-
যৌবনসরসীনীরে মিলনশতদল
যৌবনসরসীনীরে-
কোন চঞ্চল বন্যায় টলোমল টলোমল
যৌবনসরসীনীরে মিলনশতদল
যৌবনসরসীনীরে-
শরমরক্তরাগে তার গোপন স্বপ্ন জাগে
তারি গন্ধকেশর-মাঝে
এক বিন্দু নয়নজল টলোমল টলোমল
যৌবনসরসীনীরে মিলনশতদল
যৌবনসরসীনীরে-
ধীরে বও ধীরে বও, সমীরণ
সবেদন পরশন, ধীরে বও
ধীরে বও ধীরে বও, সমীরণ
সবেদন পরশন, ধীরে বও
শঙ্কিত চিত্ত মোর পাছে ভাঙে বৃন্তডোর
শঙ্কিত চিত্ত মোর পাছে ভাঙে বৃন্তডোর
তাই অকারণ করুণায় মোর
আঁখি করে ছলোছল টলোমল
যৌবনসরসীনীরে মিলনশতদল
যৌবনসরসীনীরে-
যৌবনসরসীনীরে-
Written by: Rabindranath Tagore