Clip vidéo
Clip vidéo
Crédits
INTERPRÉTATION
Pijushkanti Sarkar
Interprète
COMPOSITION ET PAROLES
Rabindranath Tagore
Paroles/Composition
Paroles
লিখন তোমার ধুলায় হয়েছে ধূলি
হারিয়ে গিয়েছে তোমার আখরগুলি
লিখন তোমার ধুলায় হয়েছে ধূলি
হারিয়ে গিয়েছে তোমার আখরগুলি
লিখন তোমার-
চৈত্ররজনী আজ বসে আছি একা
পুন বুঝি দিল দেখা
বনে বনে তব লেখনীলীলার রেখা
নবকিশলয়ে গো কোন ভুলে এল ভুলি
তোমার পুরানো আখরগুলি
নবকিশলয়ে গো কোন ভুলে এল ভুলি
তোমার পুরানো আখরগুলি
লিখন তোমার ধুলায় হয়েছে ধূলি
মল্লিকা আজি কাননে কাননে কত
সৌরভে-ভরা তোমারি নামের মতো
মল্লিকা আজি কাননে কাননে কত
সৌরভে-ভরা তোমারি নামের মতো
কোমল তোমার অঙ্গুলি-ছোঁওয়া বাণী
মনে দিল আজি আনি
বিরহের কোন ব্যথাভরা লিপিখানি
মাধবীশাখায় উঠিতেছে দুলি দুলি
তোমার পুরানো আখরগুলি
লিখন তোমার ধুলায় হয়েছে ধূলি
হারিয়ে গিয়েছে তোমার আখরগুলি
লিখন তোমার-
Written by: Rabindranath Tagore


