Clip vidéo
Clip vidéo
Crédits
INTERPRÉTATION
Fazlur Rahman Babu
Interprète
COMPOSITION ET PAROLES
Arnob
Composition
Kazi Krishnokoli Islam
Paroles/Composition
Paroles
নিথুয়া পাথারে নেমেছি বন্ধু রে
ধর বন্ধু আমার কেহ নাই
নিথুয়া পাথারে নেমেছি বন্ধু রে
ধর বন্ধু আমার কেহ নাই
ধর বন্ধু আমার কেহ নাই
তোল বন্ধু আমার কেহ নাই
চিকন ধুতিখানি পড়িতে না জানি
না জানি বান্ধিতে কেশ
চিকন ধুতিখানি পড়িতে না জানি
না জানি বান্ধিতে কেশ
না জানি বান্ধিতে কেশ
না জানি বান্ধিতে কেশ
অল্প বয়সে পিরিতি করিয়া
হয়ে গেল জীবনেরও শেষ
অল্প বয়সে পিরিতি করিয়া
হয়ে গেল জীবনেরও শেষ
প্রেমেরও মুরলি বাজাতে নাহি জানি
না পারি বান্ধিতে সুর
প্রেমেরও মুরলি বাজাতে নাহি জানি
না পারি বান্ধিতে সুর
না পারি বান্ধিতে সুর
না পারি বান্ধিতে সুর
নিথুয়া পাথারে নেমেছি বন্ধু রে
ধর বন্ধু আমার কেহ নাই
ধর বন্ধু আমার কেহ নাই
তোল বন্ধু আমার কেহ নাই
ধর বন্ধু আমার কেহ নাই
তোল বন্ধু আমার কেহ নাই
Written by: Arnob, Kazi Krishnokoli Islam