क्रेडिट्स

PERFORMING ARTISTS
Ahmed Hasan Sunny
Ahmed Hasan Sunny
Performer
COMPOSITION & LYRICS
Ahmed Hasan Sunny
Ahmed Hasan Sunny
Songwriter
Ahmed Sofa
Ahmed Sofa
Songwriter

गाने

এ শহরে বোবার মতো ঝুলছে নীরবতা
বুকের নদীর ঢেউয়ে জাগে মাছের মতো কথা
কারা যেন সামনে দাঁড়ায়, সোহাগ বুলায় তারা
ছায়ার মতো চমকে মিলায় ছায়া শরীরেরা
কে আর বাজাতে পারে, পাখি, তোমার মতো?
কে আর লুকাতে পারে, পাখি, তোমার ক্ষত?
কে আর বাজাতে পারে, পাখি, তোমার মতো?
কে আর লুকাতে পারে, পাখি, তোমার ক্ষত?
তোমার প্রেম সকল দিকে গেছে
যদি ডাকো, ডানা মেলে আকাশ এসে নাচে
তোমার প্রেম সকল দিকে গেছে
যদি ডাকো, ডানা মেলে আকাশ এসে নাচে
নগরের গানে কার অভিমানে
নগরের গানে কার অভিমানে
কে বাঁচায় কাকে, কে বেঁচে থাকে?
ও, কে আর বাজাতে পারে, পাখি, তোমার মতো?
কে আর লুকাতে পারে, পাখি, তোমার ক্ষত?
কে আর বাজাতে পারে, পাখি, তোমার মতো?
কে আর লুকাতে পারে, পাখি, তোমার ক্ষত?
ও, কে আর বাজাতে পারে, পাখি, তোমার মতো?
কে আর লুকাতে পারে, পাখি, তোমার ক্ষত?
কে আর বাজাতে পারে, পাখি, তোমার মতো?
কে আর লুকাতে পারে, পাখি, তোমার ক্ষত?
Written by: Ahmed Hasan Sunny, Ahmed Sofa
instagramSharePathic_arrow_out

Loading...