ミュージックビデオ

Dusshopno
{artistName}の{trackName}のミュージックビデオを見る

特集

クレジット

COMPOSITION & LYRICS
Moontasir Rakib
Moontasir Rakib
Lyrics

歌詞

আমাদের সব স্বপ্নের রঙ দেখো আলোয় মিশে বেড়ায় স্বপ্নের আকাশে, কালো মেঘে সেই সূর্য হারায় এ কি কোনো দুঃস্বপ্ন? আমি চিন্তায় চিন্তায় মরি না কি ফেলে যাওয়া সেই স্মৃতি? আমার কি এখনও বাজে স্বপ্নের অভ্যাসটা যাবে না? কভু কি এক স্বপ্নে তুমি এসে হাতটি ধরবে না? আমার কি কখনও বাজে স্বপ্নের অভ্যাসটা যাবে না? কভু কি এক স্বপ্নে তুমি এসে হাতটি ধরবে না? আমাদের সেই রঙিন ছবি আজও হাসছে তবে আমি দেখি কেউ নেই পাশে গল্প শুনে হাত ধরে চোখ মোছার আমার এ কি কোনো দুঃস্বপ্ন? আমি চিন্তায় চিন্তায় মরি না কি ফেলে যাওয়া সেই স্মৃতি? আমার কি এখনও বাজে স্বপ্নের অভ্যাসটা যাবে না? কভু কি এক স্বপ্নে তুমি এসে হাতটি ধরবে না? আমার কি কখনও বাজে স্বপ্নের অভ্যাসটা যাবে না? কভু কি এক স্বপ্নে তুমি এসে হাতটি ধরবে না? আমার কি এখনও বাজে স্বপ্নের অভ্যাসটা যাবে না? কভু কি এক স্বপ্নে তুমি এসে হাতটি ধরবে না? আমার কি কখনও বাজে স্বপ্নের অভ্যাসটা যাবে না? কভু কি এক স্বপ্নে তুমি এসে হাতটি ধরবে না? আমার কি কখনও বাজে স্বপ্নের-
Writer(s): Montasir Rakib Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out